ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

পাকিস্তানের সঙ্গে চুক্তি করবে মালয়েশিয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ২১ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি যুবরাজের পর এবার পাকিস্তান সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মাহাথির মোহাম্মদ তিনদিন পাকিস্তানে অবস্থান করবেন। তবে তিনদিনে পাকিস্তানের সঙ্গে কী কী চুক্তি হতে পারে তার আবাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর।

এ সফর ঘিরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাহাথিরের পাকিস্তান সফরে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। ব্যবসায়িক, বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্কে দুই দেশের জনগণের স্বার্থকে কেন্দ্র করেই আলোচনা হবে।

তবে সামরিক বিষয়ে কোন ধরনের চুক্তি হবে তা স্পষ্ট করেনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়।

এছাড়া বিভিন্ন শিল্প কারখানার প্রধান নির্বাহীদের একটি গোলটেবিল বৈঠকে উপস্থিত থাকবেন দুই প্রধানমন্ত্রী। পাকিস্তানের অটোমোবাইল ও টেলিযোগাযোগ খাতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগ প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে দেশটিতে সফরকালে শনিবার তিনি পাকিস্তান দিবসের প্যারেডে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন।

এ সময় ব্যবসায়ীসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তার সঙ্গে থাকবেন। সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির সঙ্গেও বৈঠকে বসবেন তিনি।

প্রতিনিধি পর্যায়ের মুখোমুখি আলোচনায় ইমরান খানের সঙ্গেও বসবেন মাহাথির।

নিউজওয়ান২৪/ইরু

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত