ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার দিচ্ছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩০, ২৪ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরই ইমরান খান ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের অর্থনৈতিক সংকট নিরসনের। আর এ জন্য রাষ্ট্রীয় বিভিন্ন খাতে খরচ কমানোর কথাও জানিয়েছিলেন তিনি। বলেছিলেন বহির্বিশ্বের সহায়তা নেয়ার কথাও। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের অর্থনৈতিক মন্দা কাটাতে দেশটিকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। 

পাকিস্তানের অতীত মিত্র এক বছরের মেয়াদে তেল আমদানিতে পাকিস্তানকে এই ৩ বিলিয়ন ডলারের সুবিধা দিতে সম্মত হয়েছে। 

সম্প্রতি এফআইআই সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে সৌদি সফরে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তখনই এই সহায়তার চুক্তি স্বাক্ষর হয়।

এদিকে পাকিস্তান সরকারের দাবি- গত ৭০ বছরের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পতিত হয়েছে।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত