ঢাকা, ২১ মে, ২০২৫
সর্বশেষ:

পরকীয়া অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

পরকীয়া অপরাধ নয় জানিয়ে দেড়শ বছরের পুরনো একটি আইন বাতিল করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

বৃহস্পতিবার ইংরেজ শাসনকালে তৈরি আইন চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতেই এই ঐতিহাসিক রায় দেন শীর্ষ আদালত।

রায় দেয়ার সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারক দীপক মিশ্র বলেন, ‘একজন পুরুষ আর একজন বিবাহিত নারীর যৌনমিলন কোনো অপরাধ নয়।’

এ সময় আদালতের ৫ সদস্যের বেঞ্চ আরো জানান, ‘পরকীয়াকে অপরাধ হিসেবে গণ্য করার অর্থ হচ্ছে ‘অসুখী মানুষদের শাস্তি দেয়া’।

১৮৬০ সালে প্রণীত ওই আইনে বলা হয়েছিল, স্বামীর অনুমতি ছাড়া কোনো নারী যদি অন্য পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় তাহলে ওই দু’জনেরই পাঁচ বছর পর্যন্ত জেল বা জরিমানা ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে উভয় শাস্তিই হতে পারে।

এই আইনকেই চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় ভারতের কেন্দ্রিয় আদালতে। মামলাকারীদের দাবি ছিল, ঔপনিবেশিক শাসনকালে এই আইনে পুরুষদের সম্পত্তি হিসাবে গণ্য করা হত নারীদের। তার ভিত্তিতেই তৈরি হয়েছিল এই আইন। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে এই আইন অচল। তাই এটি বাতিল করা হউক।

তাদের আরো দাবি ছিল, একই অপরাধে পুরুষকে দোষী করলে নারীদেরও দোষী সাব্যস্ত করতে হবে। সেই মামলাতেই এ রায় দিল সুপ্রিম কোর্ট।

তবে রায়ের পর প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেছেন, এই আইন নারীদের স্বেচ্ছাচারীতার নামান্তর। এতে তাদের স্বাতন্ত্র্ খর্ব হতে পারে।

নিউজওয়ান২৪/টিআর

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত