ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

পত্নীতলা আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নওগাঁয় প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৪, ৫ ডিসেম্বর ২০১৮  

আওয়ামী লীগ ইসহাক হোসেন

আওয়ামী লীগ ইসহাক হোসেন

নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র ইসহাক হোসেনকে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তেরা। এ সময় তার ড্রাইভার দুলাল রায় আহত হন। মঙ্গলবার রাত পৌঁনে ১০টার দিকে তার নিজ বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইসহাক হোসেন পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের মৃত খায়ের মুনসীর ছেলে।

পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দলীয় কার্যালয় থেকে কাজ শেষ করে বাসার উদ্দ্যেশ্যে বের হন ইসহাক। গাড়ি থেকে নেমে বাসার গেটে প্রবেশ করার সময় ওঁৎ পেতে থাকা ৪/৫ জনের একটি দল তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং উপর্যুপুরি ছুরিকাঘাত করে।

এ সময় তার চিৎকারে ড্রাইভার দুলাল গাড়ি থেকে নেমে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ড্রাইভার দুলালের চিৎকারে গ্রামবাসীরা এসে আহত দুজনকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দেবাসিস রায় বলেন, গ্রামবাসীরা ইসহাক হোসেন ও তার ড্রাইভারকে হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যেই ইছাহাক হোসেন মারা যান। আর ড্রাইভার দুলাল রায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, নিহত ইসহাক হোসেনের মাথায়, বুকে ও গায়েসহ বেশ কিছু স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

আহত দুলাল নজিপুর ইউনিয়নের চকদুর্গাআয়ন গ্রামের নারায়ণ রায়ের ছেলে।

হত্যার ঘটনার সঠিক কোনো কারণ জানা সম্ভব হয়নি বলে জানান ওসি।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত