নিষেধাজ্ঞা অমান্য করায় ১৮ জেলের জেল-জরিমানা
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরার অপরাধে লক্ষ্মীপুরে ১৮ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মুস্তফা ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১৪ জেলের প্রত্যেককে ৩ হাজার টাকা করে অর্থদন্ড করেন।
এর আগে মজু চৌধুরীর হাটের মেঘনা নদীতে মৎস্য বিভাগের নেতৃত্বে নৌ-পুলিশ ও কোষ্টগার্ড অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৬টি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা ও ৩০ হাজার মিটার কারেন্ট জব্দ করা হয়।
কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন, কমলনগর উপজেলার মতিরহাট এলাকার কাসেম মাঝির ছেলে সাহাবুদ্দিন, মিলন মাঝির ছেলে নুর সোলায়মান, মৃত আবদুল হাসেমের ছেলে হোসেন আহমদ ও সিদ্দিক পাটওয়ারীর ছেলে আবু ছায়েদ।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মুস্তফা জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ অনুযায়ী ৪ জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১৪ জেলের প্রত্যেককে তিন হাজার টাকা করে অর্থদন্ড করা হয়। এছাড়া ৬টি ইঞ্জিন চালিত নৌকা ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
উল্লেখ্য, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য ১লা মার্চ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত ২ মাস নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে।
এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরন, পরিবহন, বাজারজাতকরন ও মজুদকরণ নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছ।
নিউজওয়ান২৪/ইরু
- পলাতক সেনা কমান্ডো ক্যাপ্টেন উদ্ভাস গ্রেপ্তার
- এক নজরে খেলাধুলা: ৬ অক্টোবর, ২০১৮
- ধূর্ত খুনী ধরতে শ্বাসরুদ্ধকর অভিযান!
- হায়রে পিশাচ মা!
- জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪
- প্রতিশোধ নিতে ভাড়াটিয়া ও দারোয়ান হত্যা করে সেনাকর্মকর্তার মাকে!
- ‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল
- মোবাইল চুরি: লোহাগাড়ায় পিটিয়ে যুবক হত্যা, আটক ১৪
- ক্রিকেট খেলতে নিষেধ করায় শিক্ষককে কোপালো বখাটে
- নূর হোসেন লাপাতা
বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ - কঠোর অবস্থানে সরকার
ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড - বেকারদের সঙ্গে প্রতারণা: সেনা-পুলিশের প্রাক্তন ছয় সদস্য আটক
- নেত্রকোনার ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
- যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ
- লোভনীয় বিজ্ঞাপন ফাঁদে নষ্ট হচ্ছে বেকার-যুবকদের স্বপ্ন

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ