ঢাকা, ০২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

‘নায়ক’এর জন্য নায়িকা গেলেন...

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ২১ অক্টোবর ২০১৮  

অধরা খান

অধরা খান

চলচ্চিত্রের নতুন মুখ অধরা খান। শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘নায়ক’। আর এ ছবিটি চলছে দেশের ৭০টি প্রেক্ষাগৃহে। ইস্পাহানী আরিফ জাহানের পরিচালনায় ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

এদিকে, ছবিটি মুক্তির পরে রাজধানী অভিসার, সনি ও এশিয়া সিনেমা হলে দর্শকের সঙ্গে সিনেমা দেখেছেন নায়িকা অধরা খান। এ সময় তার সঙ্গে ছিলেন ছবির পরিচালক ইস্পাহানী আরিফ জাহান (যুগল নির্মাতা) ও টিমের অন্য সদস্যরা।

ওই সময় ছবির গান, নির্মাণ ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা। এ ছবির মধ্যে দিয়ে প্রথমবারের মতো দর্শকের সামনে হাজির হলেন অধরা।


সিনেমা হলে অধরা খান

ছবি দেখা প্রসঙ্গে অধরা বলেন, দর্শকের সঙ্গে সিনেমা দেখলাম। এছাড়া বেশ কিছু হলে যাওয়া হয়েছে। দর্শকের সঙ্গে ছবি দেখা এটা সত্যিই ভিন্ন এক অভিজ্ঞতা। দর্শকের কাছে এখন পর্যন্ত দারুণ রেসপন্স পাচ্ছি। নিজের প্রথম ছবিতেই এমন সাড়া আমাকে আগামী দিনগুলোতে ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে।

‘নায়ক’-এ বাপ্পি-অধরা ছাড়া আরো অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়া, শিমুল খানসহ অনেকে।

আসছে ২৬ অক্টোবর শাহীন-সুমন পরিচালিত ‘মাতাল’ নামে আরেকটি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছবিতেও নায়িকা হিসেবে থাকছেন অধরা আর নায়ক হিসেবে সাইমন সাদিক।

নিউজওয়ান২৪/এএস