ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

নাকে দেওয়ার করোনার টিকা বাজারে আনল ভারত

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ২৬ জানুয়ারি ২০২৩  


বিশ্বে প্রথমবারের মতো নাকে দেওয়ার করোনার টিকা বাজারে এনেছে ভারত।

বৃহস্পতিবার ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্ডাভিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং ‘ইনকোভ্যাক’ নামে এ টিকার উদ্বোধন করেন। খবর এনডিটিভির।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এ টিকা তৈরি করেছে হায়দরাবাদভিত্তিক টিকা নির্মাতা প্রতিষ্ঠান ভারত বায়োটেক। এছাড়া কোভিড সুরক্ষা কর্মসূচির বায়োটেকনোলজি বিভাগের মাধ্যমে এ টিকা তৈরি এবং ক্লিনিক্যাল ট্রায়ালের কিছু অংশে অর্থায়ন করেছে ভারত সরকার।

এনডিটিভি জানায়, ভারত বায়োটেক এ টিকা সরকারের কাছে ৩২৫ রুপি এবং বেসরকারি হাসপাতালে ৮০০ রুপিতে বিক্রি করবে।

গত বছরের ডিসেম্বরে দুই ডোজের এ টিকা প্রাথমিকভাবে সরকারের অনুমোদন পায়। এর আগে ১৮ বা তার বেশি বয়সী মানুষকে জরুরি পরিস্থিতিতে এ টিকা গ্রহণের অনুমতি দিয়েছিল ভারতের ওষুধের মান নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)।

এ টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া লাগবে। তবে যারা করোনার বুস্টার ডোজ গ্রহণ করেছেন তারা এ টিকা নিতে পারবেন বলে গত মাসে জানিয়েছিলেন ভারতের টিকা কর্মসূচি ফোর্সের প্রধান।

নিউজওয়ান২৪.কম/এসএ

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত