ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

দৌড় দিতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন মন্ত্রী (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৬, ১৬ অক্টোবর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


ভারতের কর্নাটকের শিক্ষামন্ত্রী জি তাম্মেগৌডা দেবেগৌডা ধুতি পরে ম্যারাথন দৌড়ে অংশ নেন। ধুতি ধরেই দৌড়াতে শুরু করেন। পরে মুখ থুবড়ে জনসম্মুখে রাস্তার মধ্যে ছিটকে পড়লেন মন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়া দশমী উপলক্ষে মহীশূরে আয়োজিত এক হাফ ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন কর্নাটকের শিক্ষামন্ত্রী। পরনে ছিল সেখানকার ঐতিহ্যবাহী ধুতি। কিছুটা দৌড়ানোর পরেই তিনি শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন এবং উপুর হয়ে পড়ে যান। আর সেই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, পড়ে গিয়ে ওই মন্ত্রী মুখে ও পায়ে সামান্য চোট পেয়েছেন। প্রতি বছরই শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে সেখানে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় স্পোর্টস কমিটির সঙ্গে এই ম্যারাথনের আয়োজনে সাহায্য করে কর্নাটক সরকার।

নিউজওয়ান২৪/এমএম

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত