ঢাকা, ০৮ মে, ২০২৪
সর্বশেষ:

দেশে চিনি রফতানিতে আগ্রহী ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ১ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে চিনি রফতানিতে আগ্রহ প্রকাশ করেছেন ভারতের খাদ্য সচিব শ্রী রবিকান্ত। বৃহস্পতিবার (১ নভেম্বর) সচিবালয়ে ভারতের খাদ্য সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ভারতের আগ্রহের বিষয়টি জানান বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, বাংলাদেশের কাছে চিনি রফতানির প্রস্তাব দিয়েছে ভারত। বাংলাদেশ এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে।

তিনি জানান, বাংলাদেশের সরকারি চিনি কলগুলোর উৎপাদন বছরে ৮০ হাজার মেট্রিক টন। তবে দেশের চাহিদা ১৬ লাখ মেট্রিক টন। বৈঠকে বাংলাদেশে চিনি আমদানির ৩০ শতাংশ শুল্কতে ছাড় দেয়ারও দাবি জানিয়েছে ভারত।

বৈঠকে বাংলাদেশের টিসিবি এবং ভারতের এসটিসির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও সিদ্ধান্ত হয়।

এদিকে, শুক্রবার (২ নভেম্বর) বাণিজ্য সচিবের কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

বৈঠকে ভারতের খাদ্য সচিব দেশটিতে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য রফতানিতে আরোপিত এন্ট্রি ডাম্পিং নিষেধাজ্ঞা তুলে নেয়ার আশ্বাস দেন। এ সময় ভারতীয় সচিবের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

নিউজওয়ান২৪/জেডএস

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত