ঢাকা, ২৩ মে, ২০২৫
সর্বশেষ:

দেবতার জন্য পাঁচ কোটি টাকার সোনার মুকুট

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৭  

ভারতে অন্ধ্র প্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠনে যার বিশেষ ভূমিকা ছিল ও ওই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও একটি মন্দিরে সাড়ে পাঁচ কোটি টাকা দামের সোনার মুকুট দিয়েছেন। বুধবার (২৩ ফেব্রয়ারি) এই মুকুট মন্দিরে দিয়েছেন তিনি।

তেলেঙ্গানা রাজ্য গঠনের আগে চন্দ্রশেখর মানত করেছিলেন যদি সত্যি এই রাজ্য গঠিত হয় তবে দেবতাকে স্বর্ণালঙ্কার উৎসর্গ করবেন তিনি।

এছাড়াও আন্দোলনের সামনের সারিতে যে তরুণদের সরব উপস্থিতি ছিল তাদের দিয়েছিলেন কাজের প্রতিশ্রুতি।

তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে ২০১৪ সালের জুন। এর দেড় বছরেরও বেশি সময় পর অবশেষে মানত রক্ষা করলেন তিনি। 

তবে তরুণদের কাজের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেটি এখনো রাখতে পারেননি তিনি। কাজের কোনো খবর নেই দেখে ক্ষুব্ধ যুবকেরা হায়দরাবাদে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন জেনে তাদের আটক করে তেলেঙ্গানা প্রশাসন।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত