ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

দুটি ছাতার ভিন্ন গল্প

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২৩:৫০, ২৪ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ছবি দুটি ভিন্ন। তবে ওই দুই ছবিতেই রয়েছে ছাতা। আর এমন দুটি ছবি সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তবে এগুলো ভাইরাল হওয়ার কারণ দুটিও ভিন্ন ভিন্ন।

ওই দুটি ছবিতে বিশ্বখ্যাত দুই যুগল রয়েছেন। ছবি দুটির একটিতে এক যুগল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন আর অন্যটিতে এক যুগল ব্যস্ত হয়ে হাঁটছেন। 

একটি ছবিতে দেখা যাচ্ছে, প্রয়াত প্রিন্সেস ডায়ানার কনিষ্ঠ ছেলে প্রিন্স হ্যারি ও তার স্ত্রীকে। অস্ট্রেলিয়া সফরের সময় এক অনুষ্ঠানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন প্রিন্স হ্যারি। আর চোখেমুখে একরাশ ভালোবাসা নিয়ে তার মাথার ওপর ছাতা ধরে আছেন স্ত্রী ডাচেস অব সাসেক্স মেঘান মের্কেল।

অন্য ছবিতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পত্মী মেলানিয়া ট্রাম্প। এখানে বৃষ্টির মধ্যে হোয়াইট হাউজে শুধু নিজের মাথায় ছাতাটা ধরেই হাঁটছেন ট্রাম্প। এক সময় স্ত্রীকে বৃষ্টির মধ্যে দাঁড় করিয়েই সাংবাদিকের কাছে ছুটে যান তিনি। কথা শেষ হওয়ার পর মেলানিয়ার কাছে ফিরে গিয়েও তার মাথার ওপর ছাতা ধরেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুটি ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই সমালোচনা করেছেন। সেখানে অনেকেই হ্যারি-মেগানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আবার ট্রাম্পের সমালোচনাও করেছেন কেউ কেউ। একজন ট্রাম্পকে ব্যঙ্গ করে ‘সত্যিকারের ভদ্রলোক’ বলেছেন।

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত