ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

দীপিকার রিসেপশনে নাচলেন বিগ বি

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ৪ ডিসেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

মুম্বাইয়ে দীপিকা ও রণবীরের বিয়ের রিসেপশন পার্টি ছিল শনিবার রাতে। সেলিব্রেটিদের উপস্থিতিতে পার্টি একেবারে তারকাখচিত ছিল।

বচ্চন পরিবার থেকে আম্বানিরা, শাহরুখ খানসহ অতিথি তালিকায় ছিলেন অসংখ্য তারকা। তবে পার্টির বিশেষ আকর্ষণ ছিল বিগ বির নাচ। পার্টিতে বর রণবীর কাপুর ও অমিতাভ একসঙ্গে ঝু্ম্মা চুম্মা গানে সাথে তাল মিলিয়েছেন। বয়স ভুলে মন খুলে নাচলেন অমিতাভ।

দীপিকার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অমিতাভের নাচে ফিদা হয়েছেন রিসেপশনে উপস্থিত থাকা প্রত্যেক অতিথি। স্টেজে কোনো শো চলাকালীন দর্শকরা যেভাবে চিয়ার করে তেমনই করেছেন পার্টিতে আসা অতিথিরা।

এছাড়া শাহরুখ ও মালাইকাকে দেখা গেল বরের সঙ্গে ছইয়া ছইয়ার তালে কোমর দোলাতে।

শুধু রণবীর ও শাহরুখই স্টেজ কাঁপিয়েছেন তা নয় দীপিকাও আগুন জ্বালেন স্টেজে। ডিস্কো ডান্সারের কোই ইয়াহা আহা নাচে নাচের সঙ্গে পারফর্ম করেন তিনি। আরেকটি ভিডিওতে দেখা গেল কারিশমা কাপুর, বরুণ ধাওয়ান ও রণবীরকে নাচতে।

রণবীর সিংয়ের র‍্যাপ পারফর্ম্যান্স ছিল ওই সন্ধ্যার অন্যতম আকর্ষণ।

প্রসঙ্গত,  নভেম্বরের ১৪ ও ১৫ তারিখ কোঙ্কনি ও সিন্ধি মতে ইতালির লেক কোমোয় দীপিকা রনবীরের বিয়ে হয়। মুম্বাই ও বেঙ্গালুরুতে তাদের রিসেপশন হয়। ফাইনাল রিসেপশন ছিল শনিবার। সেখানে সিনেমা জগতের লোকজন উপস্থিত ছিলেন।

নিউজওয়ান২৪/টিআর