ঢাকা, ০২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

দরপতনের তালিকার শীর্ষে জিবিবি পাওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৮, ৩ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় টপটেনে ওঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৩০ দশমিক ০৮ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৫.০৪ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৭২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া দরপতনে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি অটোকার্স, এক্সিম ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল, বেক্সিমকো সিনথেটিক্স, খুলনা পাওয়ার কোম্পানি, এমারেল্ড অয়েল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও অ্যারামিট সিমেন্ট লিমিটেড।

নিউজওয়ান২৪/জেডএস

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত