ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ত্বকের যত্নে স্ট্রবেরি

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২:০০, ২ জানুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বর্তমানে একটি সহজলভ্য ফল স্ট্রবেরি। পাড়া মহল্লায় নিয়মিত বিক্রি হচ্ছে এ ফল। বিদেশি ফল বলে অনেকেই স্ট্রবেরি খেতে চান না। অনেকে আবার দেশি উপায়ে ভর্তা করেও খান। তবে জানেন কি, ত্বকের যত্নেও এ ফল দারুণ কার্যকর? চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে কীভাবে এ ফল ব্যবহার করবেন- 

যাদের মুখে ব্রণের সমস্যা রয়েছে, তাদের জন্য স্ট্রবেরি বেশ কার্যকর। এটি ব্রণ ও পিম্পলস প্রতিরোধে সাহায্য করে। তাই খাওয়ার পাশাপাশি ফেস মাস্ক হিসেবে স্ট্রবেরি ব্যবহার করতে পারেন। 

ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর প্রাকৃতিক উপাদান রয়েছে স্ট্রবেরিতে। এটি ত্বকের জেল্লা বাড়ায়। এছাড়াও এতে রয়েছে এলাজিক অ্যাসিড, যা ত্বকের ওপরে থাকা দাগছোপ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে। 

দাঁতের হলদেটে ভাব দূর করতে দারুণ কার্যকর স্ট্রবেরি। এতে থাকা ম্যালিক এসিড দাঁত সাদা করে। স্ট্রবেরি পেস্ট করে তা দিয়ে তিন মিনিট দাঁত ঘষে নিন। দাঁত হবে একদম ঝকঝকা। 

এখন থেকে তবে রূপচর্চায় ব্যবহার করুন স্ট্রবেরি। 

নিউজওয়ান২৪/ইরু

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত