ঢাকা, ১২ মে, ২০২৫
সর্বশেষ:

তুষার ঝড়ে নেপালে কোরীয় ৮ পর্বতারোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ১৩ অক্টোবর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


তুষার ঝড়ের কবলে পড়ে নেপালের মাউন্ট গরজা এলাকায় কোরীয় পর্বতারোহী দলের কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা শনিবার এ খবর নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা শৈলেশ থাপা জানান, পশ্চিম নেপালে প্রবল তুষার ঝড়ের কবলে পড়ে দক্ষিণ কোরীয় পর্বতারোহী দলের সঙ্গে থাকা আট ব্যক্তি নিহত হয়েছেন। থাপা আরো জানান, অপর এক পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। 

পুলিশ কর্মকর্তা জানান, ঝঞ্ঝাবিক্ষুব্ধ আবহাওয়ায় প্রবল তুষার ঝড়ে গাছ ভেঙে পর্বতারোহীদের রাস্তায় পড়ে। একই কারণে তাদের তাবু ছিন্নভিন্ন যায়। খবর পেয়ে উদ্ধারকারী একটি হেলিকপ্টার ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি।

তবে আশপাশ থেকে পর্বতারোহী দলের কয়েকজনের মরদেহ পাওয়া গেছে খুব খারাপ অবস্থায়। 

হেলিকপ্টারের পাইলট সিদ্ধার্থ গুরুং জানান, প্রচণ্ড তুষার ঝড়ের কারণে অনুসন্ধান অভিযান চালানো অসম্ভব হয়ে পড়ে। তবে ঘটনাস্থলের উপরে যখন তারা পৌঁছান হেলিকপ্টার নিয়ে তখন নিচে তাকিয়ে দেখেন ক্যাম্পের কোনো চিহ্নই নেই।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত