ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

তুরস্কে এবার নাইট ক্লাবে বর্ষবরণ উৎসবে নির্বিচার গুলি, নিহত ৩৫

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৯, ১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৯:৫২, ১ জানুয়ারি ২০১৭

হামলার ঘটনার পর হতাহতদের উদ্ধারে তৎপর চিকিৎসা ও নিরাপত্তা কর্মীদের তৎপরতা   -এপি

হামলার ঘটনার পর হতাহতদের উদ্ধারে তৎপর চিকিৎসা ও নিরাপত্তা কর্মীদের তৎপরতা -এপি

নয়া বছরের প্রথম প্রহরে (রোববার রাতে) বর্ষবরণে সমবেত হওয়া লোকজনের ওপর নির্বিচার গুলিবর্ষণে অন্তত ৩৫ ব্যক্তি নিহত হয়েছেন তুরস্কের গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুলে। নির্মম এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জন বা তার বেশি।

কমপক্ষে একজন ব্যক্তি এই নির্মম হত্যাযজ্ঞ চালায় বলে ধারণা করা হচ্ছে।

ইস্তাম্বুলের প্রাদেশিক গভর্নর অফিস এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে। বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার দিনগত রাত দেড়টায় (রবিবার) শহরের ওরতাকো এলাকার জনপ্রিয় রেইনা নাইটক্লাবে হামলার এ না ঘটে।

গভর্নর ভাসিপ সাহিন ঘটনা সম্পর্কে বলেন, প্রথমে একজন অস্ত্রধারী রেইনা নাইটক্লাবে প্রবেশ করে একজন পুলিশ অফিসার ও একজন বেসামরিক ব্যক্তিকে গুলি করে। এরপর শুরু হয় ব্যাপক গুলিবর্ষণ।

রেইনার মালিক মেহমেত কোকারসালানের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় মিডিয়া হুররিয়াত জানায়, এখানে হামলা হতে পারে বলে মার্কিন গোয়েন্দা সংস্থার ইঙ্গিত পাওয়ার পর গত ১০ দিন থেকে রেস্টেুরেন্টের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়।

তুরস্কের সবচেয়ে জনবহুল শহর ইস্তাম্বুল গত কয়েক মাসে একের পর এক অনেকগুলো হামলা প্রত্যক্ষ করেছে। যার মধ্যে গত ১০ ডিসেম্বর একটি স্টেডিয়ামের বাইরে পুলিশ দলের ওপর চালানো দুটি বোমা হামলায় ৪৪ জন নিহত ও ১৫০ জন আহত হয়।

এ ঘটনা গত জুলাইয়ে দেশটিতে ক্ষমতাসীন রিসেপ তাইয়েব এরদোয়ান সরকার উৎখাতে চালানো ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ধারাবাহিকতায় চলমান হামলা-সহিংসতার সর্বশেষ নজির। ওই অভ্যুত্থান চেষ্টায় প্রায় আড়াই শ ব্যক্তি নিহত হন- যাদের বেশিরভাগই নিহত হন ইস্তাম্বুলে।

গত জুনে একই শহরের আতাতুর্ক বিমানবন্দরে সন্দেহভাজন আইএস সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় নিহত হন প্রায় ৪৫ জন।

সামরিক জোট ন্যাটো সদস্য এবং ইসলামিক স্টেট বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ তুরস্ক বর্তমানে নানান ক্ষেত্রে সন্তাস্রী হুমকি ও যুদ্ধ জটিলতায় পেরেশান রয়েছে। নিজ দেশের দক্ষিণ-পূর্বাংশে কুর্দি বিচ্ছন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি গৃহযুদ্ধরত প্রতিবেশী সিরিয়ার অভন্তরে গত আগস্টে আইএস বিরোধী অভিযান চালায় তুরস্ক।

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত