ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

তাইওয়ান নৌবাহিনীতে দুটি মার্কিন রণতরি যুক্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯, ৯ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

তাইওয়ান নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী দুটি ফ্রিগেট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এ রণতরি দুটি কেনা হয়। চ্যানেল নিউজ এশিয়া সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিং নগরীতে আনুষ্ঠানিকভাবে ওই ফ্রিগেট দুটি নৌবাহিনীতে যুক্ত হয়। এতে উপস্থিত ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

তাইওয়ান নৌবাহিনী জানায়, মার্কিন নৌবাহিনীতে যে সব অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে তার অনেকগুলোই এই দুটি রণতরিতে সন্নিবেশন করা হয়েছে।

তাইওয়ান প্রণালীতে টহল দেয়ার কাজে এই রণতরি দুটি নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। সংকীর্ণ এই প্রণালীটি চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করেছে।

নিউজওয়ান২৪/জেডএস

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত