ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ঢাকায় মনীষা কৈরালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩১, ৯ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

এবার ঢাকায় এসেছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। গতকাল বৃহস্পতিবার থেকে বাংলা একাডেমিতে শুরু হয়েছে সাহিত্যের অন্যতম আন্তর্জাতিক আসর ‘ঢাকা লিট ফেস্ট’। ৩ দিনের এই উৎসবের অন্যতম চমক হয়ে থাকছেন বলিউডের মনীষা কৈরালা ও নন্দিতা দাস। 

এরই মধ্যে গত ৭ নভেম্বর সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছেন নন্দিতা দাস। গতকাল উৎসবে প্রথম দিনেই কথা বলেন তিনি। একাডেমির মিলনায়তনে বিকেল সোয়া ৪টায় দেখানো হয় তার নিমির্ত চলচ্চিত্র ‘মান্টো’। এরপরই সংবাদিকদের সঙ্গে কথা বলেন নন্দিত এই অভিনেত্রী ও পরিচালক।

উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ (শুক্রবার) একই মঞ্চে বসবেন মনীষা কৈরালা। আয়োজক সূত্রে জানা গেছে, এ উৎসবে তিনি নিজের জীবনের গল্প বলবেন। তার অভিনয় জার্নির গল্প ছাড়াও এতে তিনি তুলে ধরবেন ক্যানসারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার এক মানবিক গল্প।

সম্প্রতি মনীষা কৈরালা এ সংক্রান্ত বিষয় নিয়ে তার জীবনের প্রথম গ্রন্থ ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ প্রকাশের ঘোষণা দিয়েছেন। ঢাকা লিট ফেস্টের এই সেশনে তিনি তার বই নিয়েও বিশদ কথা বলবেন। তাদের এ পর্বটি হবে একাডেমি মিলনায়তনে।

এছাড়া আজ সকাল ৯টায় ‘মঞ্চনাটক, টিভিনাটক ও চিত্রনাট্য’ শিরোনামের প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন নিমার্তা অমিতাভ রেজা চৌধুরী, লেখক-সাংবাদিক মাহবুব আজীজ, মঞ্চ অভিনেতা রুবাইয়াৎ আহমেদ এবং কবি-সাংবাদিক আলতাফ শাহনেওয়াজ। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অভিনেত্রী বন্যা মিজা। শুধু নন্দিতা দাস এবং মনীষা কৈরালাই নয়, সাহিত্য উৎসবে এ বছর অংশ নিচ্ছেন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেত্রী টিলডা সুইনটন। 

এদিকে বেলা দুই ২টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে থাকবে অভিনেত্রী টিলডা সুইনটনের অধিবেশন ‘রিডিং’।

নিউজওয়ান২৪/জেডআই