ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ডিসেম্বরে কমতে পারে ইন্টারনেটের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৬, ২৯ নভেম্বর ২০১৮  


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেটের দাম কমাতে পারে সরকার। সূত্র মতে আগামী ডিসেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

ইন্টারনেট সেবা প্রদানকারীদের ব্যাকওয়ার্ড লিংকেজের ভ্যাট ৫ শতাংশ কমাতে পারে সরকার। তা কমানো হলে দেশের ৯ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী কম দামে এই সেবা নিতে পারবেন।

অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি সিদ্ধান্তের বরাত দিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ভ্যাট কমানো হলে ইন্টারনেটের দামও কমবে।

এটিকে জাতীয় নির্বাচনের আগে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্যে একটি উপহার হিসেবেও উল্লেখ করেন তিনি।

তবে অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এমন ব্যবস্থা নেওয়া হলে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা কম দামে এই সেবা পেতে পারবেন। একই সঙ্গে, কাউকে ডিসকাউন্ট দিতে হবে না বলে সরকারেরও আয় বাড়বে।

কিন্তু, জাতীয় রাজস্ব বোর্ডের সেই কর্মকর্তা মনে করেন, ৫ শতাংশ ভ্যাট কমিয়ে দিলে এর সুবিধা সাধারণ গ্রাহকদের কাছ পর্যন্ত আসবে না।

নিউজওয়ান২৪/এমএম

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত