ঢাকা, ২৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

ট্রেনের বগি লাইনচ্যুতে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগযোগ বন্ধ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২:২২, ২৪ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

সীমান্ত এক্সপ্রেসের একটি ট্রেন সোমবার ভোরে বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়িতে লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সকল রেল যোগযোগ বন্ধ হয়ে গেছে।

এই প্রসঙ্গে সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম বলেন, খুলনা থেকে চিলাহাটিগ্রামী সীমান্ত এক্সপ্রেস ভোরে সান্তাহারে আসে। স্টেশনটি ছাড়ার প্রায় ১০ মিনিট পর বাগবাড়িতে পৌঁছালে ওই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সকল রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সান্তাহার জিআরপি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ১২টি বগিসহ যাত্রী নিয়ে যাচ্ছিল ট্রেনটি। একটি বগি লাইনচ্যুত হলে ট্রেনের সামনের ৬টি বগিতে কোন সমস্যা না হওয়ায় সেটি পাঠিয়ে দেয়া হয়েছে। পাকশি থেকে উদ্ধারকর্মীরা রওনা দিয়েছেন। 

এদিকে, আশা করা যাচ্ছে দুপুরের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত