ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

টেকনাফে `বন্দুকযুদ্ধে` মাদক কারবারী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৫, ১৯ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে চিহ্নিত মাদক কারবারী আরাফাত (২৫)পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। এসময় পুলিশের ৩জন সদস্য আহত হন।

মঙ্গলবার ভোর রাতে সদর ইউপি মিঠা পানিরছড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইয়াবাসহ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক মাদক কারবারী আরাফাতকে নিয়ে সদর ইউপি মিঠা পানিরছড়া পাহাড়ি জনপদে অভিযানে গেলে পুলিশ ও মাদক কারবারী দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে পুলিশের এসআই বোরহান উদ্দিন ভুঁইয়া, এএসআই সনজিৎ দত্ত ও কনেস্টবল শুক্কুর আহত হয়। 

এ সময় গুলিবিদ্ধ আরাফাতসহ তাদের হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওযার পর চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, দুটি দেশীয় তৈরি এলজি, ৯ রাউন্ড তাজা কার্তুজ ও ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবাসহ আটক ব্যক্তির স্বীকারোক্তিতে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে গেলে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে পুলিশের তিন সদস্য আহত হন। পরে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ আরাফাত, ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজওয়ান২৪/ইরু

 

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত