ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন শুরু হচ্ছে আজ

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ২২ আগস্ট ২০২৩  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তিন দিনের শীর্ষ সম্মেলনের জন্য ব্রিকস নেতারা আজ মিলিত হবেন। ব্রিকস দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। তারা বিশ্ব অর্থনীতির এক চতুর্থাংশ প্রতিনিধিত্ব করে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি; ব্রাজিলের রাষ্ট্রপতি, লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং অন্যান্য ৫০ জন নেতাকে স্বাগত জানাবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার মুখে আছেন। এজন্য তিনি সরাসরি উপস্থিত হবেন না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তার পক্ষে উপস্থিত থাকবেন।  এজেন্স ফ্রান্স-প্রেস রিপোর্ট করেছে, ১৫তম ব্রিকস সম্মেলনের থিম হলো ‘ব্রিক্স এবং আফ্রিকা’।

মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব বিস্তারের জন্য আফ্রিকায় লড়াই করছে। ফলে মহাদেশটি একটি নতুন কূটনৈতিক যুদ্ধক্ষেত্র হিসাবে আবির্ভূত হয়েছে।

নিউজওয়ান২৪.কম/Raj

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত