ঢাকা, ২৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

জুলাই-সেপ্টেম্বরে ১৪ শতাংশ রেমিটেন্সে প্রবৃদ্ধি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ৩ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

সর্বশেষ অর্থবছরের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও প্রবাসী আয়ের প্রবাহ বাড়ছে। দেশে জুলাই-সেপ্টেম্বর সময়ে রেমিটেন্স প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকে ৩৮৫ কোটি ৬৬ লাখ ডলার পাঠিয়েছেন। যা গেল বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৭৩ শতাংশ বেশি।

এদিকে প্রবাসীরা সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে ১১২ কোটি ৭৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। এ অংক গেল বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে প্রায় ৩২ শতাংশ বেশি।

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর জানান, শেষ কয়েক বছর ধরেই রেমিটেন্স ১৩ থেকে ১৫ বিলিয়ন ডলারের মধ্যেই থাকছে।

গেল অর্থবছর ১৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি হলেও রেমিটেন্স ১৫ বিলিয়ন ডলার অতিক্রম করেনি। এর কারণ তার আগের বছর রেমিটেন্স অনেক কম এসেছিল।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্সে ভালো প্রবৃদ্ধি হলেও তা আগস্টে তা থাকেনি। সেপ্টেম্বরে আবার ভালো প্রবৃদ্ধি হয়েছে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এক কোটির বেশি বাংলাদেশি অবস্থান করছেন। বাংলাদেশে অর্থনীতিতে তাদের পাঠানো অর্থের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের জিডিপিতে ১২ শতাংশের মত রেমিটেন্সের অবদান।

নিউজওয়ান২৪/জেডএস

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত