জুতার কারণে ধরা খেলেন নকল খাশোগি
আন্তর্জাতিক ডেস্ক

ইস্তান্বুলের সৌদি কনসুলেটে ঢোকার সময় সাংবাদিক জামাল খাশোগি (বামে) এবং খাশোগি জামা পড়ে কনসুলেট থেকে বের হওয়া নকল খাশোগি। ছবি: হুরিয়াত ডেইলি নিউজের সৌজন্যে
তুরস্কে সৌদি দূতাবাসে নিহত সাংবাদিক জামাল খাশোগির পোশাক পরে ইস্তাম্বুলের রাস্তায় হেঁটে যাচ্ছেন এমন এক ব্যক্তির সন্ধান পেয়েছে তুর্কি নিরাপত্তা বাহিনী। খাশোগিকে হত্যার পর তার পোশাক পরে ওই ব্যক্তি দূতাবাস থেকে বেরিয়ে ইস্তাম্বুলের রাস্তায় হেঁটে যান এমন দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। খাশোগি হত্যা পরিকল্পিত হওয়ায় ধারণা করা হচ্ছে, এসবই আগে থেকে সাজানো ছিল হত্যাকারীদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরও নকল খাশোগিকে চেনা গেল কীভাবে?
তুরস্কের ইংরেজি দৈনিক হুরিয়াত ডেইলি নিউজ আজ (২৩ অক্টোবর) জানায়, তুর্কি গোয়েন্দাদের চোখ ফাঁকি দেয়ার জন্যে ইস্তান্বুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার কয়েক ঘণ্টা পর এই ঘটনার সঙ্গে ‘জড়িতদের’ একজনকে নিহত সাংবাদিকের জামা-কাপড় পরিয়ে তাকে খাশোগির মতো করে সাজানো হয়। পরে তাকে কনসুলেট থেকে বের করে দেয়া হয়। কিন্তু, বিধি বাম! সিসিটিভির ফুটেজে সাজানো খাশোগিকে কনসুলেট থেকে বের হতে দেখা গেলেও তার জুতা দেখে চেনা যায় যে ব্যক্তিটি আসল খাশোগি নন।
গত ২ অক্টোবর কনসুলেটে ঢোকার পর খাশোগির ‘নিখোঁজ’ হওয়া নিয়ে যখন খবর আসতে শুরু করে তখন সৌদি সরকার জোর গলায় বলতে থাকে যে খাশোগি কনসুলেটে কাজ সেরে সেখান থেকে বের হয়ে গেছেন।
গতকাল ফাঁস হওয়া এক ভিডিওচিত্রে দেখা যায়- নিহত খাশোগির জামা গায়ে এক ব্যক্তি কনসুলেট থেকে বের হলেও তার পায়ে ছিলো না খাশোগির পায়ের জুতা।
লেখক আব্দুল কাদির সেলভি ‘হত্যাটি নিখুঁত ছিলো না’ শিরোনামে হুরিয়াতে এক কলামে আজ লিখেছেন, ‘অপরাধীদের একজন একটি কাজ করতে ভুলে গিয়েছিলেন। নকল খাশোগি ধরা পড়ে গেলেন জুতার কারণে। খাশোগি কনসুলেটে ঢুকেছিলেন ডার্বি সু পায়ে দিয়ে, স্নিকার নয়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ বিষয়টি শনাক্ত করে।’ অর্থাৎ, নকল খাশোগি তার জুতা বদলাতে ভুলে গিয়েছিলেন!
গত ২০ অক্টোবর সৌদি সরকার স্বীকার করে নেয় যে কনসুলেটে ‘হাতাহাতি’-র কারণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক সাংবাদিক খাশোগির মৃত্যু হয়েছে।
নিউজওয়ান২৪/এমএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন