ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু হামিম, সাহায্য চাইলো পরিবার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:৪৯, ১৫ জুন ২০২১  

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু হামিম

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু হামিম

খেলাধুলা, ছোটাছুটি আর হই-হুল্লোড় করে এক সময় চারদিক মাতিয়ে রাখতো ছোট্ট হামিম। মা-বাবা ছাড়াও প্রতিবেশীদের সঙ্গে ছিল তার বেশ সখ্যতা। কিন্তু তৃতীয় শ্রেণিতে পড়ুয়া হামিম এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

ব্লাড ক্যানসারে আক্রান্ত হানিফ ও শশি আক্তারের মেয়ে হামিম। তাদের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাট নোয়াপাড়া গ্রামে। চোখে-মুখে বাঁচার আকুতি নিয়ে হামিম এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২০৯ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর বেডে ভর্তি।

ঢামেক গিয়ে দেখা গেছে, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে মাত্র ৯ বছর বয়সী হামিম। তার চিকিৎসার খরচ বহনে হিমশিম খেতে হচ্ছে পরিবারের। তাও সন্তানকে বাঁচানোর চেষ্টায় হাল ছাড়ছে না হামিমের বাবা-মা।

এদিকে নিজের মেয়েকে বাঁচাতে চিকিৎসার জন্য দেশবাসীর কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছেন হামিমের বাবা হানিফ।

পরিবারের পক্ষে থেকে জানানো হয়েছে, গরিব বাবার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করার সক্ষমতা নেই। সমাজের বিত্তবান, প্রবাসীসহ স্ব-হৃদয়বান ব্যক্তিদের কাছে হামিমের চিকিৎসার জন্য সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছে। 

সাহায্য পাঠাতে হামিমের বাবা হানিফের ০১৭৮৭৮২৯৯০৯ (বিকাশ) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে

নিউজওয়ান২৪/এসআর

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত