ঢাকা, ১২ মে, ২০২৫
সর্বশেষ:

জার্মানিতে প্লেন বিধ্বস্ত, নিহত ৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৮, ১৫ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

জার্মানিতে একটি সেসনা বিমান বিধ্বস্তের হয়ে তিনজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার বিকেল পৌনে চারটার দিকে দেশটির হেসে রাজ্যের ফুলদা শহরের কাছাকাছি ওয়াসারকুপে পর্বতের এয়ারফিল্ডে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

বিবিসি জানায়, বিমানটি অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে এয়ারফিল্ডের নিরাপত্তাবেষ্টনীতে আঘাত হানে। এসময় আবহাওয়া বেশ অনুকূল ছিল। এই দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। বিমানটি ব্যক্তি মালিকানাধীন ছিল বলে জানা গেছে।

এদিকে জার্মান দৈনিক ‘বিল্ড’ জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় এক শিশু এবং দু'জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বিমানটির চার যাত্রী এবং এক প্রত্যক্ষদর্শী আহত হওয়ায় তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত