ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

জাপানে প্রতিবন্ধী শিবিরে কুপিয়ে ১৯ জনকে হত্যা

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৮, ২৬ জুলাই ২০১৬   আপডেট: ২৩:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০১৬

ঘটনাস্থলের কাছে সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের ভীড়

ঘটনাস্থলের কাছে সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের ভীড়

জাপানে মানসিক প্রতিবন্ধীদের চিকিৎসা আবাসনে হামলা চালিয়ে এক ব্যক্তি বেপরোয়া ছুরিকাঘাতে হত্যা করেছে ১৯ জনকে। জাপানি টিভি চ্যানেল এনএইচকে জানিয়েছে, মঙ্গলবার ভোররাতের দিকের এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪৫ জন।

জাপানি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়- এ ঘটনায় স্থানীয় পুলিশ ২৬ বছর বয়সী এক যুবককে আটক করেছে। প্রতিবন্ধী শিবিরের কর্মীরা রাত আড়াইটার দিকে পুলিশে ফোন করে ঘটনার কথা জানায়।

অপরদিকে বিবিসি জানায়, রাজধানী টোকিওর পশ্চিমের সাগামিহারা এলাকায় মানসিক প্রতিবন্ধীদের চিকিৎসাকেন্দ্রে হামলাকারী ওই যুবকের নাম সাতোশি উয়েমাতসু। চিকিৎসাকেন্দ্রটির সাবেক কর্মী ওই যুবক ভোর রাতে স্থানীয় পুলিশ স্টেশনে হাজির হয়ে ওই গণহত্যাকাণ্ডের স্বীকারোক্তি করে।

পুলিশ জানায়, হত্যাকারী ‌`প্রতিবন্ধী নিশ্চিহ্নকরণের` উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

প্রসঙ্গত, এরকম গণনিধনযজ্ঞ জাপানে বিরল। এই দেশটিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন রয়েছে। তাই হয়তো এ ধরনের কিছু ঘটনায় ছুরি-চাকুর ব্যবহার করতে দেখা গেছে ঘাতকদের।

২০০৮ সালে টোকিওর আকিহাবার এলাকায় এক ব্যক্তি ভীড়ের মধ্যে ট্রাক নিয়ে ঢুকে পড়ে বেপরোয়া ছুরিকাঘাত শুরু করে। ওই ঘটনায় নিহত হয় সাত জন।

এছাড়া ২০০১ সালে আজকের দিনেই (২৬ জুলাই) জাপানের ওসাকায় একটি প্রাথমিক স্কুলে হামলা চালিয়ে ছুরিকাঘাতে আট শিশুকে হত্যা করে `মানসিকভাবে অসুস্থ` এক ব্যক্তি।

নিউজওান২৪.কম/একে

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত