ঢাকা, ১৪ মে, ২০২৫
সর্বশেষ:

জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ৯ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালি পদত্যাগ করেছেন। তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন গণমাধ্যম অক্সিওসের প্রতিবেদনে বলা হয়, নিকির পদত্যাগ ট্রাম্প প্রশাসনের কাছে অপ্রত্যাশিত ছিল। তবে তার পদত্যাগকে স্বাগত জানিয়ে ট্রাম্প টুইটে বলেছেন, আমার বন্ধু নিকির এটা ভাল একটা সিদ্ধান্ত। খবর বিবিসির।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হোয়াইট হাউজ। তবে ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার সকালে বৈঠকের পরই সিদ্ধান্তটি জানান নিকি।

২০১৭ সালে নিকি হ্যালিকে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ দেয়া হয়। চলতি বছরে এপ্রিলে হোয়াইট হাউজের সঙ্গে নিকির বিরোধ বাঁধে। সে সময় ট্রাম্পের একজন সহকারী অভিযোগ করেন, নিকি রাশিয়ার ওপর অবরোধ আরোপের ক্ষেত্রে বোকার মতো কাজ করেছেন।

সবশেষ এক মাস ধরে নিকি হ্যালি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতির দ্বায়িত্ব পালন করছিলেন। মেয়াদ শেষ হওয়ার পরই পদত্যাগ করলেন তিনি।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত