ঢাকা, ২১ মে, ২০২৫
সর্বশেষ:

ছাত্রদের পা ছুঁয়ে ক্ষমা চাইলেন শিক্ষক!

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ১১:০৯, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে ক্ষমতাসীন দল বিজেপি’র ছাত্র সংগঠন এবিভিপি’র উগ্র নেতাকর্মীদের পায়ে ধরে গান্ধীবাদীর ‘শিক্ষা’ দিলেন কলেজ অধ্যাপক। বুধবার মধ্যপ্রদেশের মন্দসৌরের রাজীব গান্ধী পিজি কলেজে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার ক্লাস নিচ্ছিলেন অধ্যাপক দীনেশবাবু। সেই সময় এবিভিপি সমর্থকরা একটি স্মারকলিপি জমা দিতে আসেন। ক্লাসের বাইরে স্লোগান তুলতে থাকেন, ‘ভারত মাতা কি জয়’। এরপর অধ্যাপক ক্লাস থেকে বেরিয়ে তাদের স্লোগান বন্ধ করতে অনুরোধ করেন। কয়েকজন ছাত্র এতে তাকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দেন। তাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন।

ক্ষমা চাওয়ার দাবি তুলতেই ছাত্রদের পায়ে পড়তে শুরু করলেন ১০-১২ বইয়ের জনক (লেখক) বর্ষীয়ান অধ্যাপক দীনেশচন্দ্র গুপ্ত। ঘটনায় হকচকিত ছাত্ররা পালাতে শুরু করেন। কিন্তু অধ্যাপক নাছোড়বান্দা। দৌড়ে তাদের পিছু ধাওয়া করেই পায়ে ধরে ক্ষমা চান তিনি।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল। এবিভিপি-র সমালোচনায় সরব নেটিজেনরা। ছাত্রদের আচরণের সমালোচনা করেছেন কলেজের অধ্যক্ষ। ক্ষমা চেয়ে নিয়েছে এবিভিপি’র স্থানীয় নেতৃত্ব।

ভিডিওতে দেখা যাচ্ছে, অধ্যাপক আচমকাই নীচু হয়ে ছাত্রদের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে শুরু করলেন। ছাত্ররাও যে যার মতো পিঠটান দেয়ার চেষ্টা করছেন। অন্য অধ্যাপকরা দীনেশবাবুকে বাধা দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

ঘটনার কথা স্বীকার করে নিয়ে এবিভিপি-র সমালোচনা করেছেন কলেজের অধ্যক্ষ রবীন্দ্রকুমার সোহনি। তিনি বলেন, দীনেশবাবু বর্ষীয়ান অধ্যাপক। দশ-বারোটি বই লিখেছেন এই অধ্যাপক। হৃদযন্ত্র এবং উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তার। এ হেন শ্রদ্ধেয় ও অসুস্থ অধ্যাপকের সঙ্গে এই ব্যবহার করা উচিত হয়নি। এবিভিপি নেতৃত্বের আত্মসমীক্ষা করা উচিত।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত