ঢাকা, ২৩ মে, ২০২৫
সর্বশেষ:

ছাঁদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করল ষাঁড়! (ভিডিও)

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৭  

তিন তলা বাড়ির ছাঁদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করল এক প্রাপ্ত বয়স্ক ষাঁড়! কারণ কেউ জানেন না, কোনো ময়নাতদন্তও হয়নি, তবে প্রত্যক্ষদর্শীদের দাবি এটাই, ‌‘নিজেকে শেষ করে দিতেই তিন তলা বাড়ির ছাঁদ থেকে আত্মহত্যা করেছে ওই ষাঁড়’।

ঘটনাটি যখন ঘটে তখন গোটা এলাকা জুড়েই একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল। নীচ থেকে দাঁড়িয়ে যারাই তিন তলার ছাঁদে চোখ রেখেছেন তারাই অবাক হয়েছেন! কী করে তিন তলার ন্যাড়া ছাঁদে উঠল ষাঁড়?

অনেকক্ষণ ধরেই ন্যাড়া ছাঁদে একলা পায়াচারি করতে দেখা যাচ্ছিল ষাঁড়টিকে। পরিস্থিতি কী হতে চলেছে না ভেবেই ছাঁদে ওঠেন দু’তিন জন। যদি কোনও ভাবে আটকানো যায়, নামিয়ে আনা যায় ষাঁড়কে। সব চেষ্টা বৃথা।

পলকের মধ্যেই ছাঁদের ধার থেকে রাস্তায় ঝাঁপ। পরিণতি মৃত্যু। এই গোটা ঘটনাটাই ক্যামেরা বন্দি করেছেন অনেকে। আর সেই ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়তেই তা এখন ভাইরাল।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত