ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

চঞ্চল-তিশার বিজ্ঞাপনটি সরিয়ে ফেলার লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩১, ২৬ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

মুঠোফোন সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের টেলিভিশন বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে কদিন যাবত। 

অভিযোগ করা হচ্ছে, বিজ্ঞাপনে সিনেমা মোবাইলে ডাউনলোড করে দেখার জন্য উৎসাহিত করা হচ্ছে। বিজ্ঞাপনের বদৌলতে বিতর্কিত চঞ্চল চৌধুরী ও তিশা। চলচ্চিত্রপ্রেমীরা কাঠগড়ায় দাড় করিয়েছে। 

বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, রাস্তার মোড়ে সোহেল-স্বপ্নার দেখা। তাদের আলাপচারিতার ধরণ এমন- সোহেল : আরে স্বপ্না কই যাইতাছো?, স্বপ্না : সিনেমা হলে যাইতাছি।

সোহেল : সিনেমার লাইগা হলে যাওন লাগে! আমি ডাউনলোড কইরা দেই।

স্বপ্না : ডাউনলোড? আমিও পারি। 

সোহেল : আমার নেটওয়ার্ক ফার্স্ট। তোমার আগেই ডাউনলোড হইবো।

এই ছিল গল্পে ,শেষ পর্যন্ত জল গড়ালো উকিল নোটিশে  | তরুণ নির্মাতা কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা ) কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, এই লিগ্যাল নোটিশ প্রেরণ করে  রবি এক্সিয়াটা লিমিটেড কে |  

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয় এই বিজ্ঞপন এর সংলাপ এর কারণে চলচ্চিত্র শিল্পের উপর ব্যাবসায়িক ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে | যেখানে সবাই একহয়ে দর্শক কে হলমুখী করছে সেখানে এই বিজ্ঞাপনে সিনেমা ডাউনলোড করে দেখার কথা বলছে | 

নিউজওয়ান২৪/ইরু