ঢাকা, ১২ মে, ২০২৫
সর্বশেষ:

গ্রিসে সড়ক দুর্ঘটনায় ১১ অভিবাসী নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:০৮, ১৪ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

গ্রিসে একটি গাড়ি ও লরির সংঘর্ষে অন্তত ১১ জন অভিবাসী নিহত হয়েছেন।

সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন লেগে গেলেও গাড়িচালক বেঁচে পালাতে সক্ষম হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় পড়া গাড়িটি থেসালোনিকি শহরের দিকে যাচ্ছিলো আর লরিটি যাচ্ছিলো কাভালায়। শনিবার সকালেই গাড়ি দুটির সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, গাড়িটি এর আগে অভিবাসী পাচারের কাজে ব্যবহৃত হয়েছে। শনিবার পুলিশ গাড়িটি থামানোর নির্দেশ দিলেও গাড়িটি থামেনি। নিহতরা কোন দেশের নাগরিক তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।

গ্রিসে অনেকদিন ধরেই শরণার্থী সংকট চলছে। ২০১৫ সাল থেকে প্রায় ১০ লাখ অভিবাসী দেশটিতে আশ্রয় নিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক একটি চুক্তির পর এই শরণার্থী ঢল কমে গেছে। চুক্তি অনুযায়ী যাদের গ্রিসে আশ্রয় আবেদন প্রত্যাখাত হয়েছে তাদের তুরস্কে ফেরত পাঠানো হবে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত