গুজরাটিদের হামলায় পালাচ্ছে বিহারি ও উত্তর ভারতীয়রা
বিশ্ব সংবাদ ডেস্ক

হামলার ভয়ে গুজরাট থেকে দলে দলে উত্তর ভারতীয়রা পালাচ্ছে
হামলার ভয়ে গুজরাট থেকে দলে দলে উত্তর ভারতীয়রা পালাচ্ছে। একইসঙ্গে বিহারীদেরও তাড়ানো হচ্ছে বলে মিডিয়া সূত্রে জানা গেছে।
এই ঘটনায় হতাহতের খবর নির্দিষ্টভাবে জানা যায়নি।
তবে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্র মতে, উত্তর ভারতীয়দের ওপর হামলায় অভিযুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আরো চারজন কিশোরকে আটক করা হয়েছে যারা হামলায় জড়িত ছিল।
ভারতীয় গণমাধ্যম এনবিটি সোমবার জানায়, গুজরাটে উত্তর ভারতীয়রা আক্রমণের মুখে পড়েছে। সেখান থেকে অ-গুজরাটিরা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। বিরাজমান পরিস্থিতিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গুজরাটের মুখ্যমন্ত্রী (সিএম) বিজয় রুপানির সঙ্গে ফোনে কথা বলেছেন।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে জানা গেছে, বডোধরা এলাকায় এক কারখানায় কর্মরত উত্তর ভারতীয়দের ওপর হামলার একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ফলে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে।
গুজরাটিদের হামলায় ভঙ্গুর জানালা
বডোধরার ডেপুটি এসপি হরেশ মেবারা জানান, পরম ইন্ডাস্ট্রিজসহ ওই এলাকার কয়েকটি কারখানায় উত্তর প্রদেশ ও বিহারের শ্রমিকদের ওপর হামলার পেছনে ভূমিকা রেখেছে সামাজিক মাধ্যমে একটি মেসেজ ভাইরাল হওয়ার ঘটনা।
তিনি আরো জানান, "বহিরাগত শ্রমিকদের কারণে ওই রাজ্যের মানুষ কাজ পায় না, তাই তাদেরকে গুজরাট থেকে তাড়াতে হবে"- সোশ্যাল মিডিয়ায় এমন একটি মেসেজ ভাইরাল হয়।
অপরদিকে, গুজরাটি সিএম রুপানি উত্তর প্রদেশের সিএম যোগীকে আশ্বাস দিয়েছেন, গত তিন দিনে হামলার কোনও ঘটনা ঘটেনি। উত্তর ভারতীয়দের ওপর আক্রমণ ঠেকাতে গুজরাট পুলিশ কাজ করে যাচ্ছে।
উত্তেজনাকর পরিস্থিতিতে গুজরাট রাজ্যের মুখ্য সচিব জিএন সিংহ বলেছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ব্যর্থ জেলা কালেক্টর, এসপি ও ডেপুটি এসপিকে দায়ী করা হবে।
শিল্প কারখানায় নিযুক্ত কর্মচারীদের মধ্যে আস্থা ফেরাতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্যোগ নিতে বলা হয়েছে।
তবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মিডিয়ায় স্পষ্ট বলেছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী তাকে জানিয়েছেন গত তিন দিনে সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। যোগী আরো বলেন, গুজরাটের উন্নতিতে অনেকে ঈর্ষান্বিত হয়ে এমন গুজব রটাচ্ছে।
অপরদিকে, হামলার মুখে গুজরাট থেকে সবকিছু ফেলে উত্তর ভারতীয়দের পালিয়ে আসার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বিষয়টি নিয়ে।
তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী রুপানির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি পরিস্থিতি নজরে রাখছেন, তার সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তিনি দাবি করেন, যারা হামলা করেছে তাদের শাস্তি হওয়া উচিৎ আর কোনো ধরনের ভেদাভেদ করা চলবে না।
তবে এই ঘটনায় রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপের খেলা শুরু করে দিয়েছে বলে জানিয়েছে এনবিটি।
নিউজওয়ান২৪/টিআর
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন