ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

গভীর অরণ্যে নিরবের শ্বাসরুদ্ধকর অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ৮ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

চিত্রনায়ক নিরব! স্পেশাল ফোর্সের অফিসার প্রধান হলেন তিনি! মূলত গাজীপুরের ভাওয়ালে বেড়েছে সন্ত্রাসীদের উৎপাত। নানা রকম অপকর্মে মানুষের জীবনকে বিষণ্ণ করে তুলেছে তারা। সেইসব শত্রু সন্ত্রাসীদের ধরতে স্পোশাল ফোর্সের শ্বাসরুদ্ধকর অভিযানে অংশ নিয়েছেন নিরব।

তবে নায়কের এই অভিযান বাস্তবে নয়, দেখা যাবে পর্দায়। গত ১ নভেম্বর থেকে নিরব শুরু করেছেন ‘অফিসার রিটার্নস’র শুটিং। সেখানেই স্পেশাল ফোর্সের পোশাকে দেখা গেছে তাকে। এই ছবিতে চিত্রনায়িকা জলির সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তিনি।

‘অফিসার রিটার্নস’ পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। তিনি জানান, ঢাকা ও গাজীপুরে প্রথম লটে ১০দিন শুটিংয়ের কথা ছিল। এতে গাজীপুরের ভাওয়াল বনের গভীরে বেশ কিছু অ্যাকশন দৃশ্য ধারণ করা হয়। তবে প্রথম লটে নায়িকার কোনো দৃশ্যায়ন ছিল না।

ছবিটি প্রসঙ্গে নিরব বলেন, বেশ চ্যালেঞ্জিং কাজ এটি। তার মধ্যে প্রথম লটের শুটিং এতটাই চ্যালেঞ্জিং ছিল যে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। বনের গভীর অরণ্যে যেখানে মানুষজনের সচরাচর চলাচল নেই, এমন একটি জায়গায় ছবিটির শুটিং হয়েছে ভয় লেগে যাচ্ছিল। তবে ভালো কাজ হয়েছে, আমি উচ্ছ্বসিত।

নিজের চরিত্র প্রসঙ্গে নিরব বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ বাহিনী ‘স্পেশাল ফোর্স’। এর একজন ডেডিকেটেড অফিসার স্বাধীন মাহমুদ। যিনি অপরাধ দমনে আপসহীন। তার চরিত্রে আমি অভিনয় করেছি। 

এদিকে, নিরব-জলি ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করেছেন আলেক জান্ডার বো, সাদেক বাচ্চু, শক্তি খান, নিশু, শিমুল খান প্রমুখ।

নিউজওয়ান২৪/জেডআই