ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

খোকার ছেলে-মেয়েকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১২, ২৯ নভেম্বর ২০১৮  

বাবা সাদেক হোসেন খোকার সঙ্গে ছেলে ইশরাক হোসেন, ছবি- ফেসবুক থেকে নেয়া

বাবা সাদেক হোসেন খোকার সঙ্গে ছেলে ইশরাক হোসেন, ছবি- ফেসবুক থেকে নেয়া

 

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায়  ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেককে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ছিলেন।

পরে খুরশিদ আলম খান জানান, আদালত তাদেরকে ৪ সপ্তাহের মধ্যে ঢাকার সিএমএম কোর্টে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। আত্মসমর্পণের পর তারা যদি জামিন আবেদন করেন, তাহলে সে আবেদন আইন অনুসারে নিষ্পত্তি করতেও বলেছেন আদালত।

এর আগে বুধবার পৃথক জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর আলাদা নোটিশে তাদের নিজের নামে ও তাদের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/ বেনামে বা তাদের পক্ষে অন্য নামে অর্জিত যাবতীয় স্থাবর, অস্থাবর সম্পদ, সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ ৭ কার্যদিবসের মধ্যে দুদকে জমা দিতে বলেন। তারা সম্পদ বিবরণী জমা দেননি।  

এরপর ২০১০ সালের ২৯ ও ৩০ আগস্ট তাদের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের ওই সময়ের সহকারী পরিচালক মো. শামছুল আলম।

নিউজওয়ান২৪

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত