ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

খাসোগিকে নিয়ে কথা বলতে রিয়াদে পাম্পেও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৬, ১৭ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি লেখক ও সাংবাদিক জামাল খাসোগির নিখোঁজ হওয়া এবং হত্যার অভিযোগ প্রসঙ্গে বাদশা সালমানের সঙ্গে কথা বলতে মঙ্গলবার সৌদি আরব পৌঁছেছেন।

খাসোগি দুই সপ্তাহ আগে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে গিয়ে নিখোঁজ হন।

পম্পেও মঙ্গলবার সকালে রিয়াদে অবতরণ করেন এবং খাসোগিকে কেন্দ্র করে সৃষ্ট সংকট বিষয়ে তাৎক্ষণিকভাবে বাদশার সঙ্গে সাক্ষাৎ করেন।

তুর্কি কর্মকর্তাদের আশঙ্কা, জামাল খাসোগিকে সৌদি দূতাবাসের ভেতরে হত্যা এবং লাশ কেটে ফেলা হয়েছে। 

সৌদি কর্তৃপক্ষ পূর্বে এই অভিযোগকে ‘মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়েছিল।

নিউজওয়ান/এমএস
 

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত