ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৬, ১০ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। লস এঞ্জেলেসের ১৪ হাজার একর অঞ্চল জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। প্রাণে বাঁচতে এলাকা ছেড়ে গেছেন অন্তত দেড় লাখ মানুষ। 

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় সময় শুক্রবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে দাবানল আরও ভয়াবহ রূপ ধারণ করে। দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনী চেষ্টা চালিয়ে গেলেও শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ভয়াবহ এই দাবানলে উত্তর ক্যালিফোর্নিয়ার একটি শহর পুরোপুরি পুড়ে গেছে। দাবানলে এখন পর্যন্ত পুড়ে ছাই প্রায় বিশ হাজার একর অঞ্চল। এরমধ্যে প্যারাডাইস শহরটি সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আশপাশের এলাকাগুলো থেকে প্রায় ২৭ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় গভর্নর।

নিউজওয়ান২৪/এমএস

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত