ঢাকা, ২২ মে, ২০২৫
সর্বশেষ:

কে এই ওকাবির?

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ১৮ আগস্ট ২০১৭  

স্পেনের বার্সেলোনা শহরে জনতার ভিড়ে গাড়ি চালিয়ে ১৩ জনকে হত্যার ঘটনায় সম্ভাব্য হামলাকারীর নাম ও ছবি প্রকাশ করেছে পুলিশ। তার নাম দ্রিস ওকাবির। মরক্বোর নাগরিক এই যুবক স্পেনের মার্সেই শহরে বসবাস করতেন। পরে তিনি বার্সেলোনা আসেন।

অবশ্য পুলিশ তাকে দ্বিতীয় সন্দেহভাজন হিসেবে ছবি ও নাম প্রকাশ করে। বার্সেলোনার লাস রামব্লাসে বৃহস্পতিবার সন্ধ্যায় সাদা পিকআপ জনতার ওপর তুলে দেওয়ার পর পালিয়ে যাওয়া চালককে এখনও খুঁজছে নিরাপত্তা বাহিনী।

কাতালান পুলিশ নাম ও ছবি প্রকাশের পরপরই আত্মসমর্পণ করেন ওকাবির। পরে তাকে আটক করা হয়।
ওকাবি হামলার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি দাবি করেন, হামলার আগে তার পরিচয় সংক্রান্ত কাগজপত্র চুরি হয়ে গিয়েছিল।

মরক্কো বংশোদ্ভূত ২৮ বছর বয়সী ওকাবির স্পেনের মার্সেই শহরে বসবাস করতেন। পরে কাতালানের রিপোলে চলে যান তিনি।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি, হামলায় ব্যবহৃত সাদা ফিয়াট পিকআপটি তিনি ভাড়া নিয়েছিলেন।
বার্সেলোনা থেকে ২৫ কিলোমিটার দূরের একটি শহর থেকে তিনি গাড়িটি ভাড়া নেন।

কাতালান পুলিশের আঞ্চলিক প্রধান জোসেফ লুইস ট্রাপেরো বলেছেন, যে গাড়িচালককে খোঁজা হচ্ছে, দ্রিস ওকাবির তিনি নন।

ফেসবুকের তথ্য অনুযায়ী, ওকাবির র‍্যাপ গান পছন্দ করেন। প্রিজন ব্রেক নামের একটি টিভি সিরিয়ালও তার পছন্দের।

আরব তথা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের সেনাদের দমন-পীড়নে তার ক্ষোভ প্রকাশ পেয়েছে ফেসবুকে দেওয়া একটি ছবি ও তার বর্ণনায়।

কয়েক মাস আগে ইহুদিবাদের সমালোচনা করে প্রচারিত একটি ভিডিও শেয়ার করেছিলেন ওকাবির।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত