ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক উল্টে মা-ছেলে নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৩, ১৯ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে ইটবোঝাই ট্রাক উল্টে রোহিঙ্গা মা-ছেলে নিহত ও মেয়ে আহত হয়েছেন।

শুক্রবার সকালে ২নম্বর ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে এনজিও ফোরামের ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্পের ডি-ফাইভ ব্লকের মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম ও তার দুই বছরের ছেলে মো. কায়সার। আহত আনোয়ারের মেয়ে রাজমিনকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর জানান, সড়কে কাজ করতে এনজিও ফোরাম ট্রাকবোঝাই ইট আনে। দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ঝুপড়ির ওপরে উল্টে যায়। এ সময় ঝুপড়ির ভেতরে থাকা সাজেদা ও তার ছেলে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার মেয়ে।

ওসি আরো বলেন, জনতার সহযোগিতায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।

নিউজওয়ান২৪.কম/এমজেড

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত