ঢাকা, ০৯ মে, ২০২৫
সর্বশেষ:

কিন্ডারগার্টেনে নারীর আক্রমণ, আহত ১৪ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭, ২৬ অক্টোবর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


চীনের দক্ষিণ-পশ্চিমের চংকিং শহরে এক নারী রান্নাঘরের ছুরি নিয়ে কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে ১৪ শিশুকে আহত করেছেন।

পুলিশ জানায়, লিউ নামের ৩৯ বছর বয়সী নারী স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে বাচ্চাদের ওপর এ হামলা চালান। ওই সময় শিশুরা সকালের ব্যায়াম করে ফিরছিল।

আহত শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে গার্ড ও কর্মচারীরা হামলাকারীকে আটক করে।

হামলার বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানায়। কিন্তু, হামলার কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।

সম্প্রতি চীনে যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদেরকে মানসিক ভারসাম্যহীন বা ব্যক্তিগত কারণে ক্ষুব্ধ বলে আখ্যায়িত করা হয়। চীনে বন্দুকের নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোর হওয়ায় সেখানে হামলার জন্য প্রায়ই ছুরি ব্যবহার করা হয়।

সেপ্টেম্বর মাসে চীনে ছুরি হামলা চালিয়ে নয় ছাত্রকে হত্যা ও ১১ জনকে আহত করার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত