কাশ্মিরে ব্রিগেড সদরে আত্মঘাতী হামলা, ১৭ সেনা নিহত
সার্ক অঞ্চল ডেস্ক

সেনা-বিচ্ছিন্নতাবাদী সংঘর্ষ চলাকালে ধোঁয়ায় ছেয়ে যায় উরির আর্মি ব্রিগেডের আকাশ -টিভি থেকে নেওয়া
রোবববার ভোররাতে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তরে স্বাধীনতাকামী ‘বিচ্ছিন্নতাবাদী’ গ্রুপের আত্মঘাতি হামলায় কমপক্ষে ১৭ ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে।
এনডিটিভ, এনবিটি জানায়, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি এলাকায় সেনাবাহিনীর অ্যাডমিন বেস-এ হামলাকারী চার ‘বিচ্ছিন্নতাবাদীও’ নিহত হয়েছে।
এ ঘটনার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ (রোববার) তার যুক্তরাষ্ট্র ও রাশিয়া সফর শুরুর পরিকল্পনা বাতিল করে বিকেলে জরুরি বৈঠক ডেকেছেন।
এক টুইট বার্তায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র সফর বাতিল করার কথা জানান তিনি। রোববার থেকে এই সফর শুরু হওয়ার কথা ছিল।
রাজনাথ জানান, কাশ্রি পরিস্থিতি নিয়ে তিনি রাজ্য গভর্নর ও মুখমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
এর আগে সন্ত্রাসীদের মোকাবেলায় হেলিকপ্টারযোগে দ্রুত প্যারা কমান্ডোদের পাঠানো হয় ঘটনাস্থলে।
পর্যবেক্ষকদের মতে, কাশ্মিরের উত্তরাঞ্চলে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ চালানো হামলাগুলোর মধ্যে এটি ছিল অন্যতম ভয়াবহ।
সেনা মুখপাত্র কর্নেল এসডি গোস্বামী বলেন, সন্দেহভাজন জঙ্গিরা প্রথমে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে একটি ফ্রন্টলাইন বেস-এ হামলা চালায়। এরপর তারা সদর দপ্তরের দিকে যায়।
ভারতীয় সেনা মুখপাত্র জানান, উরির ওই ঘাঁটিতে চারজন ‘ফিদায়িন’ (আত্মঘাতী) অনুপ্রবেশ করে হামলা চালায়। ছয় ঘণ্টা ধরে কাদের সঙ্গে সেনাদের লড়াই চলে।
পরে ১৭ সেনা সদস্য ছাড়াও হামলাকারী সবাই নিহত হয়। সেনা সূত্রগুলো আরও জানায়, সম্ভাব্য লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে ওই ঘাঁটিতে তল্লাশি চালানো হচ্ছে। হামলায় আহতদের হেলিকপ্টার যোগে ১০০ কিলোমিটার দূরের শ্রীনগরের সেনা হাসপাতালে পাঠানো হয়েছে।
সেনা কর্মকর্তারা জানান, ভোর ৪টার দিকে আত্মঘাতী হামলাকারীদের দলটি গোপনে ঘাঁটিতিতে প্রবেশ করে প্রশাসনিক এলাকায় পৌঁছে যায়।
প্রকাশিত ভিডিওতে শ্রীনগর-মুজাফ্ফারাবাদ মহাসড়কের পাশের ওই ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এছাড়া কয়েকটি সেনা ব্যারাকে আগুন ধরা ছাড়াও এবং সেখান থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।
টিভি রিপোর্টে বলা হয়, ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে হামলকারীরারা উড়ি বেসে প্রবেশ করে। এসময় তাদের একজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। প্রসঙ্গত, উত্তর কাশ্মিরের বারমুদা জেলা বিচ্ছিন্নতাবাদী-সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষেত্রে খুব স্পর্শকাতর এলাকা। দু বছর আগে ২০১৪ সালের ৫ ডিসেম্বর ওই এলাকায় একই ধরনের হামলায় ১০ সেনা সদস্য নিহত হয়।
এছাড়া, চলতি বছরের জানুয়ারিতে এ ধরনের অপর এক হামলার ঘটনায় ভারতীয় সাত সেনা সদস্য নিহত হয়। পাঞ্জাব সীমান্ত এলাকায় অবস্থিত ইলেক্ট্রনিক সার্ভেলেন্সসহ উচ্চ নিরাপত্তায় ঘেরা পাঠানকোট বিমান ঘাঁটিতে প্রবেশ করে নির্বিচার গুলিবর্ষণ শুরু করে ছয় সদস্যের হামলাকারী দল। তারা তিন দিন ধরে তাণ্ডব চালায় এবং সাত ভারতীয় সেনাকে হত্যা করে। পরে ভারতীয় সেনাদের পাল্টা তৎপরতায় ওই ছয় হামলাকারীও নিহত হয়।
নিউজওয়ান২৪.কম/আরকে
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন