ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

‘কাশ্মির বিশেষজ্ঞ’ জেনারেল বাজওয়া পাকিস্তানের নয়া সেনাপ্রধান

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯, ২৬ নভেম্বর ২০১৬   আপডেট: ১৫:২০, ১ ডিসেম্বর ২০১৬

শেষপর্যন্ত পাকিস্তানের নয়া সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন লে. জেনারেল কামার জভেদ বাজওয়া।বিদায়ী সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের স্থালাভিষিক্ত হতে যাওয়া বাজওয়া দেশটির সেনা ট্রেনিং অ্যান্ড ইভালুয়েশনের ইন্সপেক্টর জেনারেলের পদে আছেন বর্তমানে।

পাকিস্তান আর্মিতে লে. জেনারেল বাজওয়াকে একজন ‘কাশ্মির এক্সপার্ট’ হিসেবে মানা হয়।

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আজ শনিবার একসময়ের বালুচ রেজিমেন্টের পদাতিক অফিসার বাজওয়াকে চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) নিয়োগের ঘোষণা দেন। একই সঙ্গে সেনাপ্রদান হওয়ার শর্ট লিস্টে থাকা অপর কর্মকর্তা লে. জেনারেল জুবাইর হায়াতকে করা হয়েছে চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি (সিজেসিএসসি)।

ডন.কম জানায়, এই পদোন্নতির সূত্রে লে. জেনারেল বাজওয়া ও লে. জেনারেল জুবাইর চার তারকা জেনারেল (ফুল জেনারেল) হলেন। এরা দুজনই নয়া দায়িত্বভার নেবেন বর্তমান সেনাপ্রধানের অবসর গ্রহণের দিনে।

২৯ নভেম্বর অবসরে যাচ্ছেন বর্তমান সেনাপ্রধান রাহিল। এই পরিস্থিতির আলোকে গত কয়েকদিন ধরেই ইসলামাবাদের বিভিন্ন মহলে আলোচনায় ছিলেন পরবর্তী সিনিয়রিটি লিস্টে থাকা চারজন লে. জেনারেল। এরা হচ্ছেন, চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল জুবাইর হায়াত, মুলতান কর্পস কমান্ডার লে. জেনারেল ইশফাক নাদিম আহমেদ, বাহাওয়ালপুর কর্পস কমান্ডার লে. জেনারেল জাভেদ ইকবাল রামদে ও পাকিস্তান আর্মির ট্রেনিং অ্যান্ড ইভালুয়েশন বিভাগের ইন্সপেক্টর জেনারেল লে. জেনারেল কামার জাভেদ বাজওয়া।

নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন কে হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান!

এখানে একটি উল্লেখযোগ্য দিক হলো শর্ট লিস্টে থাকা সেনা প্রধান হওয়ার যোগ্য উল্লেখিত চারজনই একই কোর্সের অফিসার। অর্থাৎ পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) তারা একই কোর্সে (৬২তম পিএমএ লং কোর্স) শিক্ষানবীশ ছিলেন।

এদিকে, গত কয়েকদিন ধরে দেশটির সেনা ও রাজনৈতিক মহলে ফিসফাস চলছিল যে, মূলতান কর্পস কমান্ডার লে. জেনারেল ইশফাক নাদিমই হতে যাচ্ছেন পরবর্তী সেনাপ্রধান। তবে আজ শনিবার তা ভুল প্রমাণ হলো।
নিউজওয়ান২৪.কম/একে

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত