ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

কালীগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫২, ৭ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জের আলোচিত বিল্লাল হোসেন ওরফে বিলু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কেডি ফারুককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতার ফারুক উপজেলার বাহাদুরসাদী ইউপির ঈশ্বরপুর গ্রামের ওয়াহিদের ছেলে।

কালিগঞ্জ থানার ওসি মো.আবুবকর মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই নাজমুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফারুকককে গ্রেফতার করা হয়।

১৯৯৫ সালে উপজেলার ঈশ্বরপুর গ্রামে বিল্লাল হোসেন ওরফে বিলুকে খুন করা হয়। ঘটনার পর বিল্লালের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। চলতি বছরের ২৩ এপ্রিল এ মামলার রায় ঘোষণা করেন গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া।

রায়ে ১৩ জন আসামির মৃত্যুদণ্ডের আদেশ ছাড়াও প্রত্যেককেই ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় ৭ আসামি আদালতে উপস্থিত থাকলেও বাকি ছয়জন পলাতক ছিল। এদের মধ্যে কেডি ফারুক একজন।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত