কারাগারে যেতে হচ্ছে নওয়াজকে
বিশ্ব সংবাদ ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার যে রায় দিয়েছেন তা স্বভাবতই রীতিবিরুদ্ধ। তবে নওয়াজ ঠিক কতদিনের জন্য অযোগ্য বিবেচিত হবেন সে বিষয়ে এখনও পরিষ্কার কোনো তথ্য নেই। যদিও অনেক আইন বিশেষজ্ঞ বলছেন, নওয়াজ প্রধানমন্ত্রী পদে আজীবনের জন্য অযোগ্য বিবেচিত হবেন।
স্বাভাবিকভাবে কোনো সাংসদের জমা দেয়া মিথ্যা তথ্য অথবা ভুল ঘোষণার বিচার হয় পাকিস্তানের গণপ্রতিনিধিত্ব আইন (আরওপিএ)-১৯৭৬’র ৭৮ ধারা অনুযায়ী। আর একই আইনের ৮২ ধারায় তার জন্য শাস্তিবিধানের নির্দেশনা রয়েছে। এরকম দুর্নীতির শাস্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার রুপি জরিমানা বা উভয়টাই হতে পারে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ব্যাপারে রায় দেওয়ার সময় দেশটির সর্বোচ্চ আদালত ৯৯ (এফ) ধারার অধীনে তাকে অযোগ্য ঘোষণা করেছে। এ ধরনের অপরাধে পূর্বে কয়েকজন সংসদ সদস্যকে জেল খাটতে হয়েছে।
উল্লেখ্য, ২০০৮-২০১৩ মেয়াদের এক সংসদ সদস্য ভুল সার্টিফিকেট প্রদান করলে তাকে আসনচ্যুত করা হয় এবং নিম্ন আদালত জেল দেয়। একইসঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে নিষেধাজ্ঞা দেয়া হয়। জেল খাটা শেষ হওয়ার পরবর্তী পাঁচ বছর পর আবার নির্বাচন করার সুযোগ পাওয়া যাবে বলে বলা হয়েছিল সে রায়ে।
নওয়াজ শরীফের বেলায় কি ঘটতে যাচ্ছে সেটা নিয়ে উভয় সংকটে আছে বলে মনে করা হচ্ছে। যে আইনে নওয়াজকে কাবু করা হয়েছে সেটা জেনারেল জিয়াউল হকের সময় করা হয়েছিল। ইসলামী নৈতিক ভিত্তির উপর ভিত্তি করে সেটা বানানো হয়েছিল। তবে এটাতে বিরোধীদের কাবু করার রসদ রয়েছে বলে মনে করেন আইনবিদরা।
প্রসঙ্গত, দুবাইভিত্তিক ক্যাপিটাল এফজেডই কোম্পানিতে চাকরির বিষয়টি ২০১৩ সালের নির্বাচনে মনোনয়নপত্রে উল্লেখ না করে পার্লামেন্ট এবং আদালতের সঙ্গে অসততা করায় নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদে শুক্রবার অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট। পরে পদত্যাগ করেন নওয়াজ।
এনিয়ে তৃতীয়বারের মতো মেয়াদ পূর্ণ করার আগেই ক্ষমতাচ্যুত হলেন নওয়াজ শরীফ। অবশ্য স্বাধীনতার পর থেকে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীই তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি। সেনা অথবা আদালতের হস্তক্ষেপে তাদের বিদায় নিতে হয়েছিল।
নিউজওয়ান২৪.কম
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন