কাবুলে বোরকাধারীর আত্মঘাতী বোমায় নিহত ৮০
বিশ্ব সংবাদ ডেস্ক

হামলার পরের দৃশ্য
আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে। ভয়াবহ আর পৈশাচিক এ হামলায় আহত হয়েছে দুই শতাধিক। তবে তালেবান নয়, আইএস হামলার দায় স্বীকার করেছে।
দেমাজাঙ্গ সার্কেল এলাকায় শিয়া মতাবলম্বী হাজারা জনগোষ্ঠীর এক সমাবেশে এই হামলা হয়।
স্থানীয় গণমাধ্যম নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, কম করে ৮০ জন নিহত হয়েছে এ হামলার ঘটনায়। আহতদের হাসপাতালে চিকৎসা দেওয়া হচ্ছে।
হামলার দায় স্বীকারকারী আইএসের মিডিয়া আমাক দাবি করেছে, কাবুলে শিয়াদের জমায়েতে দুইজন যোদ্ধা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়েছে।
তবে নিরাপত্তাবাহিনীর বরাতে স্থানীয় সূত্র দাবি করেছে- হামলাকারীর সংখ্যা তিন ছিল যাদের মধ্যে একজন বোরকা পড়া ছিল যে বিক্ষোভরতদের ভীড়ের মধ্যে ঢুকে বিস্ফোরণ ঘটায়। অপরজন তার জ্যাকেটে থাকা বোমা ফাটাতে ব্যর্থ হয় এবং তৃতীয়জন নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়।
এদিকে, টেলিভিশনে প্রচারিত ওইই ঘটনার ভিডিও ফুটেজে রক্তে ভেসে যাওয়া রাস্তায় অনেক মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
তালেবানের হাত নেই!
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার নিন্দা জানিয়ে গণমাধ্যমে পাঠােনা ই-মেইলে জানান, এর পেছনে তাদের হাত নেই।
এতে জাবিউল্লাহ আরও দাবি বলেন, আফগানিস্তানের জনগণকে বিভক্ত করার মতো ঘটনা আমরা কখেনা ঘটাব না।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি হামলার নিন্দা করে বলেন, সুযোগ সন্ধানী সন্ত্রাসীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে। হামলায় আমাদের সামরিক ও বেসামরিক অনেক নাগরিক হতাহত হয়েছে।
পেছনের ঘটনা
প্রসঙ্গত, আফগান সরকার প্রতিবেশী তুর্কমেনিস্তান থেকে রাজধানী কাবুলে বিদ্যুৎ আনার জন্য যে নয়া বিদ্যুৎ সঞ্চালন লাইন বসানোর পরিকল্পনা করে তা নিয়ে বিরোধ দেখা দেয়। সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর মতে, এতে বামিয়ান ও ওয়ারদাক প্রদেশকে অবহেলা করা হয়েছে।
আফগানিস্তানের মোট জনসংখ্যার ৯ শতাংশ ফার্সি ভাষী হাজারা জনগোষ্ঠী যারা মূলত বামিয়ান ও ওয়ারদাক প্রদেশে বসবাস করে।
এরই ধারাবাহিকতায় শনিবার হাজারা গোষ্ঠীর হাজার হাজার মানুষ দেমাজাঙ্গ সার্কেলে বিক্ষোভ-সমাবেেশ সমবেত হয়।
হাজারাদের এই বিক্ষোভ-সমাবেশকে সামাল দিতে সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়। কিন্তু তারপরও ভয়াবহ এ আত্মঘাতী হামলা চালালো সন্ত্রাসীরা।
নিউজওয়ান২৪.কম/এসএল
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন