ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

কাফনের কাপড় পাঠিয়ে রুয়েটের ৯ শিক্ষক-কর্মকর্তাকে হুমকি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রকাশিত: ২২:৩২, ২১ ডিসেম্বর ২০২২  

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নয় শিক্ষক-কর্মকর্তাকে চিঠির মধ্যে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে কাফনের কাপড়ের দুটি টুকরো পাঠানো হয়েছে। 

চিঠির প্রেরকের ঠিকানায় লেখা রয়েছে ‘সচেতন নাগরিক সমাজ, রাজশাহী’। এছাড়া একটি মোবাইল নম্বরও দেওয়া আছে। তবে মোবাইল নম্বরটি কার তা জানা যায়নি।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে এমন চিঠি পাওয়ার ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রুয়েটের রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন।

হুমকি পাওয়া শিক্ষক-কর্মকর্তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ড. রবিউল আওয়াল, সহসভাপতি ড. জগলুল শাহাদাত, ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক মামুনুর রশীদ, কম্পট্রোলার নাজিম উদ্দীন আহমেদ, সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, সেকশন অফিসার রাইসুল ইসলাম রোজ ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাস শেখ।

রুয়েটের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ জানান, রাজশাহীর কোনো এক পোস্ট অফিস থেকে কয়েকজনের নামে রুয়েট পোস্ট অফিসে চিঠি আসে। সকালে ডাকপিয়ন তা বিতরণ করেন। খাম খুলে সবাই দুই টুকরো কাফনের কাপড় পান। চিঠি পাওয়ার পরে সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন।

এ বিষয়ে মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিডি করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজওয়ান২৪.কম/এসএ

আরও পড়ুন
শিক্ষাঙ্গন বিভাগের সর্বাধিক পঠিত