ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

কানাডাতেই কাদের খানের দাফন

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ৩ জানুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউডের শক্তিশালী অভিনেতা সদ্য প্রয়াত কাদের খানকে কানাডায় দাফন করা হবে। কাদের খানের পরিবারের পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, বর্ষীয়ান অভিনেতাকে বুধবার কানাডাতেই দাফন করা হবে। তার মরদেহ আর ভারতে নিয়ে আসা হবে না। 

দাফনের আগে কানাডার একটি মসজিদে রাখা হয়েছে কাদের খানের মরদেহ। 
বর্ষীয়ান এই অভিনেতার ছেলে সরফরাজ গণমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার কানাডাতে তার বাবার নামাজে প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় (কানাডার স্থানীয় সময় অনুযায়ী) ৮১ বছর বয়সে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলিউডের বর্ষীয়ান অভিনেতা কাদের খান। 

এই বলিউড অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বি-টাউন সহ গোটা ভারতে। 

নিউজওয়ান২৪/ইরু