ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

কম্পিউটারের বয়স কত? জেনে নিন...

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ২১ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

অনেকেই পুরাতন কম্পিউটার, নোটবুক, ল্যাপটপ কিনে থাকেন। কিন্তু অনেকেই দ্বিধায় ভোগেন কেনা কম্পিউটারটি কতদিনের পুরনো, কতদিনই বা সার্ভিস দিবে এসব নিয়ে। অনেক সময় বিক্রেতা কম্পিউটারের সঠিক বয়স নাও বলতে পারে। তাই কেনার আগে নিজেই পরীক্ষা করে নিতে পারবেন- কম্পিউটারটির বয়স কত হয়েছে।

এক্ষেত্রে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-

প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করুন।

এরপর সার্চ অপশন থেকে cmd টাইপ করুন এবং ফাইলটিকে run as administration হিসেবে চালু করুন অথবা cmd চালু করুন।

সেখানে টাইপ করুন নিচের কোডটি অর্থাৎ DEBUG টাইপ করে এন্টার দিন।

সেখানে টাইপ করুন DF000:FFF5 এবং এন্টার দিন।

দেখবেন আপনার কম্পিউটারের বয়স বের হয়ে আসবে।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত