ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

কমেছে সবজির দাম, বেড়েছে মুরগির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৫, ১৪ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার কাঁচাবাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা কমেছে সবজির দাম। প্রায় অধিকাংশ সবজির দাম ৫ থেকে ৭ টাকা কেজিতে কমেছে বলে জানান বিক্রেতারা।

শুক্রবার রাজধানীর মিরপুর, কচুক্ষেত, রায়েরবাজার, জিগাতলা এবং নিউমার্কেট কাচাবাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

বাজারে দেখা গেছে, বেগুনের দাম প্রকারভেদে গত সপ্তাহের তুলনায় ৫ টাকা কমে প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে টাকা ৪০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে প্রকারভেদে ৫০ টাকা থেকে ৬০ টাকা, ভেণ্ডি ৩৫ টাকা, পটল ৪০ টাকা, বরবটি ৭০ টাকা, সিম বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি।

কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, করলা ৩০ টাকা, গাজর ৪০ টাকা, নতুন আলু ৩০ টাকা, পুরাতন আলু ১৫ টাকা, প্রতি পিস বাঁধাকপি আকারভেদে ২০ থেকে ২৫ টাকা, প্রতি পিস ফুলকপি ২০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা।

ধনিয়াপাতা ১০ টাকা আটি, কাচ কলা হালি ২৫ টাকা, লাউ প্রতি পিস আকারভেদে ৪০ থেকে ৫০ টাকা, এছাড়া কচুর ছড়া ৬০ টাকা, লেবু হালি ২০ টাকা।

এদিকে ব্রয়লার মুরগির দাম আগের চেয়ে একটু বেড়েছে। এটির প্রতি কেজি ১৪৫ টাকা, কক মুরগি ২১০ টাকা থেকে ৩০০ টাকা পিস। গরুর মাংস ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারিত দামেই।

এর আগে, গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ছিল ১৩০-১৩৫ টাকা।

নিউজওয়ান২৪/জেডএস

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত