ঢাকা, ২০ মে, ২০২৫
সর্বশেষ:

কঙ্গোতে তেলের ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৩, ৭ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে একটি তেল ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন প্রায় ১০০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির পশ্চিমাঞ্চলের একটি ব্যস্ত রাস্তায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লে ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়। রাজধানী কিনশাশা ও মাতাদি বন্দরের মাঝামাঝি কিসান্তু শহরে এই ঘটনা ঘটে।

কঙ্গো সেন্ট্রালের গভর্নর বলেন, ১০০ জন দ্বিতীয় মাত্রায় দগ্ধ হয়েছেন। জাতিসংঘের ওকাপি রেডিও জানায়, নিকটবর্তী বাড়িগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

যুদ্ধ পরবতী সময়ে মধ্য আফ্রিকান দেশগুলোতের রাস্তা উন্নয়ন সেভাবে করা হয়নি। অবহেলিতই থেকে গেছে। ২০১০ সালে একটি ট্যাংকার বিস্ফোরণে ২২০ জন মানুষ মারা গেছিলেন। আগুন লেগে গিয়েছিলো গ্রামেও।

নিউজওয়ান২৪/টিআর

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত